1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বিহারে নৌকাডুবি, ১১ শিশু নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

বিহারে নৌকাডুবি, ১১ শিশু নিখোঁজ

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের একটি নৌকাডুবে ১১ জন শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই শিশুরা স্কুলে যাচ্ছিল। এমন সময় নৌকা ডুবে গেলে তারা পানিতে পরে যায়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনই স্কুল যাওয়ার জন্য নৌকায় করে এই ভয়াবহ পথ পাড়ি দিতে হয় ওই এলাকার স্কুলশিক্ষার্থীদের। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নৌকা ডুবে যায়। উদ্ধারকর্মীরা এখনো একজনকেও উদ্ধার করতে পারেনি।

জেলা কর্মকর্তারা এখন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে যে তাদের সন্তানরা নৌকায় ছিল কি না এবং ঘরে ফিরে এসেছে কি না।

বার্তা সংস্থা এএনআইয়ের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একটি ভেলায় করে চারজন ব্যক্তি নদীর মাঝখানে রয়েছেন। তাদের একজনের কাঁধে অক্সিজেন ট্যাংক।

এক প্রত্যক্ষদর্শী জানান, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

ন্যাশনাল ডিজ্যাস্টার রেসকিউ ফোর্সের বিহারে উপপ্রধান রনধীর সিং বলেন, আমরা সকাল ১১টার দিকে নৌকাডুবির খবর পাই। সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে চলে যাই। নৌকাটিতে ২৫-৩০ জন ছিলেন। এখন পর্যন্ত প্রায় ২০ জনকে উদ্ধার করা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ