1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আসছে নতুন বছর। ২০২৪ কে স্বাগত জানাতে দেশে দেশে চলছে বর্ণাঢ্য প্রস্তুতি। জমকালো আলোকসজ্জায় সাজানো হয়েছে বিভিন্ন শহর। রোববার (৩১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদ মাদ্ধম নিউ ইয়র্ক টাইম্‌স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে প্রস্ততি শেষ হয়েছে সিডনি হারবার, টাইমস স্কয়ারের মতো আলোচিত বর্ষবরণ ভেন্যুগুলোয়। ভৌগোলিক কারণে সবার আগে ২০২৪ সালকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যে বছরের প্রথম প্রহরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লন্ডনে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বরাবরের মতোই নতুন করে সাজানো হয়েছে ‘টাইমস স্কয়ার বল’।

২০২৪ সালকে স্বাগত জানাতে প্রস্তুত লাতিন দেশগুলোও। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার পাশাপাশি শুরু হয়ে গেছে কার্নিভ্যাল। আলোকসজ্জায় সাজানো হলেও রাশিয়ার শহরগুলোয় এবছরও হবে না আতশবাজি। উদযাপন নির্বিঘ্ন করতে ইউরোপের দেশগুলোয় সর্বোচ্চ নজর দেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ