1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
সিনেমার মহরতে প্রস্তাব পেলেন শাবনূর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০১ মে ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ নড়াইলে নাহিদ ইজাহার খান প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি মেহেদী হাসান চারাগাঁও সীমান্ত দিয়ে সিমেন্ট ও কয়লা পাচাঁরের অভিযোগ নড়াইলে সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান জমির সীমানা পিলার দেখিয়ে দেওয়ায় হত্যার হুমকি নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প নড়াইলে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ৫ হাজার ২২ ভোটে চেয়ারম্যান হলেন সফুরা খাতুন বেলি  নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মেঘনায় অভয়াশ্রমে নিষেধাজ্ঞাকে পুঁজি করে হরিলুট, শেষ সময়েও চলছে অবাধে মাছ শিকার মুসাপুরে কিশোর গ্যাং লিডার মামুন ও সজীবের মাদক ব্যবসা রমরমা

সিনেমার মহরতে প্রস্তাব পেলেন শাবনূর

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // অবশেষে আপন ভুবনে ফিরছেন নব্বই দশকের দাপুটে অভিনেত্রী শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন নন্দিত এই চিত্রনায়িকা। গতকাল শনিবার সন্ধ্যায় এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে।

দীর্ঘ বিরতি পেরিয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘এই সিনেমার জন্যই দেশে এসেছি। এর গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে। পরিচালক সিনেমার জন্য অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি শেষ করব। এখন “রঙ্গনা”র জন্য প্রস্তুতি নিচ্ছি।

অনুষ্ঠানে শাবনূর আরও বলেন, ‘অনেকে আমাকে বলেছেন- তুমি এতদিন পর এসে কি করবে? সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি; ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।’

 

নতুন নির্মাতাদের প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন। “রঙ্গনা”র গানটা শুনেই বলেছি; এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না তবে পর্দায় চমক দেখাব।’

এ সময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার পক্ষ থেকে দেওয়া হয় নতুন প্রস্তাব। এই চিত্রনায়িকার সম্মতিতে ঘোষণা দেওয়া হয় নতুন সিনেমার। নাম ‘এখনো ভালোবাসি’। আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায়ও কাজ করবেন শাবনূর। আর ‘রঙ্গনা’র পর ‘এখনো ভালোবাসি’র শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

দুটি সিনেমা করেই থেমে থাকতে চান না শাবনূর। তার কথায়, ‘এখানেই থেমে থাকব না। পরপর কাজ করব। চেষ্টা করব একটির পর আরও কাজ করার। একটি কথা বলতে চাই, কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা সারা জীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।’

মহরতে জানানো হয়, ‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর ও কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এরই মধ্যে গানগুলো রেকডিং সম্পন্ন হয়েছে। সিনেমার কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ