1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ভোলায় গণপ্রকৌশল দিবস উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৫ মে ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

ভোলায় গণপ্রকৌশল দিবস উদযাপন

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৫৭ 0 বার সংবাদি দেখেছে
এ.সি.ডি.অর্জুন // প্রকৌশল মানে সৃষ্টির প্রয়োজনে সৃষ্টি আর ধংশের প্রয়োজনে ধংস করার প্রযুক্তি, প্রকৌশল মানে নতুন ভাবনা নতুন আবিস্কার,প্রকৌশল মানে সুন্দরকে আরো অধিক সুন্দর করার মনোভাব, প্রকৌশল মানে সময়ের সাথে টিকে থাকার প্রতিযোগীতা। আর সেই প্রকৌশল বিদ্যার অংশিদারী প্রকৌশলীগণরা সংগঠিত হয়ে ১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠা করেছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্স,বাংলাদেশ(আইডিইবি)। মঙ্গলবার(৮ নভেম্বর) সংগঠনটির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “টেকসই উন্নয়নে নবায়ন যোগ্য জ্বালানী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো ‘গণ প্রকৌশল দিবস-২০২২’। দিবসটি উপলক্ষে আইডিইবি’র ভোলা জেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয় অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। বিকাল ৩ টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিবি’র ভোলা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ ইউনুছ এবং বিশেষ অতিথি ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাবুল আক্তার ও ভোলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া। সাধারন সম্পাদক মোঃ মনিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রানবন্ত দিবসটির শুভেচ্ছা বক্তব্যে বোরহানউদ্দিন উপজেলার পিডিবি’র প্রকৌশলী ফিরোজ সান্নাত সহ সকল বক্তা বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে নবায়ন যোগ্য জ্বালানী ব্যবহারে সকলকে আহবান জানান এবং উপস্থিত সকল প্রকৌশলীগণ এ বিষয়ে একমত পোষন করে অঙ্গিকার করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহযোগী সদস্য মোঃ আব্দুর রহিম, সহকারি প্রকৌশলী সৌরভ আলী,যুগ্ন সম্পাদক মেজবা উদ্দিন,অর্থ সম্পাদক রাশেদ বিল্লাহ, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ আনিসুর রহমান সহ বিভিন্ন টেকনিক্যাল কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীগণ। দিন ব্যপি চলা অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ভোলা জেলায় কর্তব্যরত প্রকৌশলীদের ৫০ টির বেশি এ্যাসোসিয়েশন থেকে আগত প্রায় দের শতাধিক সদস্যদের নিয়ে বর্নাঢ্য রেলী অনুষ্ঠিত হয়। রেলীটি শহরের মুল সড়কগুলো প্রদক্ষিন করে আইডিইবি ভোলা জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত রেলী শেষে জেলা কার্যালয়ের নতুন কমিটি গঠন বিষয়ে প্রাথমিক আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলী মনিরুল ইসলাম ও জন স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান সহ ভোলা জেলার সকল সরকারী দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ