1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
তামিমের ফরচুন বরিশালে ভিড়লেন মুশফিক-মাহমুদউল্লাহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নড়াইলে সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান জমির সীমানা পিলার দেখিয়ে দেওয়ায় হত্যার হুমকি নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প নড়াইলে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ৫ হাজার ২২ ভোটে চেয়ারম্যান হলেন সফুরা খাতুন বেলি  নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মেঘনায় অভয়াশ্রমে নিষেধাজ্ঞাকে পুঁজি করে হরিলুট, শেষ সময়েও চলছে অবাধে মাছ শিকার মুসাপুরে কিশোর গ্যাং লিডার মামুন ও সজীবের মাদক ব্যবসা রমরমা আব্দুল্লাহ হত্যা মামলার আসামী হামিদ আলী ফের বেপরোয়া নড়াইলের ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা নড়াইলের মাইজপাড়া ও কলোড়া ইউপির নির্বাচন সঠিকভাবে কর্তব্য-কর্ম পালন করার নির্দেশ এসপি

তামিমের ফরচুন বরিশালে ভিড়লেন মুশফিক-মাহমুদউল্লাহ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দরজায় কড়া নাড়ছে বিপিএলের আরও একটি মৌসুম। বেশিরভাগ দলই শুরু করে দিয়েছে প্রস্তুতি। বিপিএলের ইতিহাসে একাধিকবার ফাইনাল খেললেও কখনও শিরোপা জেতা হয়নি বরিশালের। আসন্ন মৌসুমে সেই আক্ষেপটা নিশ্চিতভাবেই ঘোচাতে চাইবে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। 

তিন পাণ্ডবের দল ফরচুন বরিশাল অভিজ্ঞতার দিক দিয়ে বেশ সমৃদ্ধ। বরিশালে একইসাথে খেলবেন জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার – তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। আগের মৌসুমে বরিশালের হয়ে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান। তবে ঠিকানা বদলে সাকিব এবার রংপুর রাইডার্সের ডেরায়। ফলে বেশ আগেভাগে সরাসরি চুক্তিতে তামিম ইকবালকে দলে টানে বরিশাল। এছাড়া গত আসরের ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৈয়দ খালেদ আহমেদকে রিটেইন করেছে বরিশাল।

সরাসরি চুক্তির সাথে ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটার মিলিয়ে বেশ শক্তপোক্ত দল গড়েছে বরিশাল। ওপেনিংয়ে নিশ্চিতভাবেই দলের বড় আস্থার নাম হতে যাচ্ছেন তামিম ইকবাল খান। তার সঙ্গী হওয়ার দৌড়ে আছেন একাধিক ক্রিকেটার। ফখর জামান, ইবরাহিম জাদরান এবং পল স্টার্লিংয়ের মধ্যে যে কেউ হতে পারেন তামিমের ওপেনিং সঙ্গী। দেশি আরেক ওপেনার সৌম্য সরকার দলে থাকলেও এত তারকার ভীড়ে তাকে ওপেনিংয়ে দেখার সম্ভাবনা একটু কম। সেক্ষেত্রে টপ অর্ডার বা মিডল অর্ডারই হতে পারে সৌম্যর ঠিকানা।

মিডল অর্ডারে দলের হাল ধরতে পটু দুই পাণ্ডব মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করবে বরিশাল। এছাড়াও শোয়েব মালিক, দীনেশ চান্দিমালদের নিয়ে গড়া বরিশালের মিডল অর্ডারটা বেশ অভিজ্ঞ। সেই সাথে শেষ মুহূর্তে ‘কিলার মিলার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারকে দলে নিয়েছে বরিশাল। বিধ্বংসী ব্যাটিংয়ে যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতানোর সামর্থ্য আছে মিলারের। এছাড়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও যেকোনো পজিশনে নিজের ব্যাটিং সামর্থ্যের জানান দিতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল, জাতীয় দলে পারফর্ম করা পরীক্ষিত ক্রিকেটারকেই দলে নিয়েছে বরিশাল।

বোলিং ইউনিটটাও বেশ ভারসাম্যপূর্ণ বরিশালের। দেশি মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল ইসলাম রাব্বিদের সাথে আছেন বিদেশি নুয়ান থুসারা, আব্বাস আফ্রিদিরা। স্পিনারদের মধ্যে তাইজুল ইসলাম, রকিবুল হাসানের সাথে চমক হতে পারেন শ্রীলঙ্কান দুনিথ ভেল্লালাগে।

মাঠে খেলবেন তামিম-রিয়াদরা আর মাঠের বাইরে থেকে বরিশালকে দিকনির্দেশনা দেবেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। বিপিএলের আসন্ন মৌসুমে বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন হোয়াটমোর। টাইগারদের সাবেক এই গুরুর সাথে অনেক সুখস্মৃতি আছে বাংলাদেশের। এবার বিপিএলের দল বরিশালকে কোচিং করাতে আরও একবার বাংলাদেশে আসছেন হোয়াটমোর।

সব মিলিয়ে অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশ্রণে ভালো দল গড়েছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন হয়ে প্রথম শিরোপার স্বাদ পেতে নিশ্চিতভাবেই মুখিয়ে থাকবে তামিম-রিয়াদ-মুশফিকদের বরিশাল।

একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড >> মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মেহেদী হাসান রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, দীনেশ চান্দিমাল, নুয়ান থুসারা, ডেভিড মিলার, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান এবং আকিফ জাভেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ